আইন বিশেষজ্ঞের চিঠি: ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করুন

আইন বিশেষজ্ঞের চিঠি: ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৭, ৩ অক্টোবর ২০২৫

গাজার মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ৩০ জনের বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে আহ্বান জানিয়েছেন, ইসরায়েল ও দেশটির সব ফুটবল ক্লাবকে সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য।

বৃহস্পতিবার উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করা ‘অপরিহার্য’। চিঠিতে জাতিসংঘের তদন্তকারীদের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

আইন বিশেষজ্ঞরা ফুটবল সংস্থা এবং এর সদস্যদের নৈতিক ও আইনগত দায়িত্ব হিসেবে আন্তর্জাতিক আইন রক্ষা করতে আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার অনুরোধ করেছেন।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানকালে অন্তত ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের বোমা হামলা গাজার ফুটবল অবকাঠামোকে সিস্টেম্যাটিকভাবে ধ্বংস করছে এবং পুরো এক প্রজন্মের ক্রীড়াবিদদের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করছে।

ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এই লঙ্ঘন মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায়, আইন বিশেষজ্ঞরা দেশটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি করেছেন।

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোডেন-ফরজি, প্রাক্তন জাতিসংঘ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইন গবেষকগণ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement