ফের ইনজুরিতে ইয়ামাল

Published : ২৩:৪৮, ৩ অক্টোবর ২০২৫
বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালের ইনজুরির ছায়া যেন কাটছেই না। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে ম্যাচের পর আবারও পুরনো চোটের সমস্যা তাকে জর্জরিত করছে।
ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, পিউবিক হাড়ের অস্বস্তি ফের মাথাচাড়া দেওয়ায় ইয়ামালকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ফলে, এই সপ্তাহে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাওয়া যাবে না। আরও জটিল হলো, জিরোনা ও অলিম্পিয়াকোসের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনকি স্পেন জাতীয় দলে ডাক পেলেও, আসন্ন আন্তর্জাতিক বিরতিতেও ইয়ামালের খেলা অনিশ্চিত।
শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নিতে পারেননি এই ১৮ বছর বয়সী উইঙ্গার। পিএসজির বিপক্ষে ৯০ মিনিটের খেলার পরই তার শরীরিক অবস্থা স্বস্তিদায়ক ছিল না। চিকিৎসকরা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেছেন, পুরনো ইনজুরি ফের মাথাচাড়া দিয়েছে।
এর আগে মৌসুমের শুরুতে ভ্যালেন্সিয়া, গেটাফে, নিউক্যাসল ও ওভিয়েদোর বিপক্ষে খেলতে পারেননি ইয়ামাল। মাঠে ফিরার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাত্র অর্ধ ঘণ্টা খেলে মাঠ ছাড়েন, আর পিএসজির বিপক্ষে পুরো ম্যাচে ছিলেন। তবে এত চাপ তার জন্য অতিভার হয়ে দাঁড়াবে, তা হয়তো কেউ ভাবেননি।
ইনজুরিকে কেন্দ্র করে জাতীয় দল ও ক্লাব কোচের মধ্যে বিতর্ক নতুন নয়। আন্তর্জাতিক বিরতির পর গতবার বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, ইয়ামালকে অসুস্থ শরীরেই খেলানো হয়েছিল। বিষয়টি এখনও উত্তপ্ত আলোচনা জাগাচ্ছে, আর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্টে ইঙ্গিত দিয়েছেন, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে খেলোয়াড়ের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে পারে।
তরুণ বয়সে দলের মূল ভরসা হয়ে ওঠা ইয়ামালের চোট বার্সেলোনার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। সামনে ঘন ঘন ম্যাচের ভিড়ে তার অভাবের কারণে আক্রমণভাগ সামলানো আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বিডি/এএন