প্রথমবার জাতীয় দলে জিদানের ছেলে লুকা জিদান

Published : ২১:২৮, ৩ অক্টোবর ২০২৫
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। তবে চমক হলো, তিনি খেলবেন না ফ্রান্সের জার্সি গায়ে, বরং নাম লেখালেন বাবা-মায়ের মাতৃভূমি আলজেরিয়ার হয়ে।
আসন্ন আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।
জিনেদিন জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জিতলেও তার শিকড় আলজেরিয়ায়। দাদা ইসমাইল এবং দাদি মালিকা ছিলেন আলজেরিয়ার বাসিন্দা।
লুকা জন্মেছেন ফ্রান্সের মার্শেই শহরে এবং ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলেছেন। ২০১৮ সালে ফ্রান্স অনূর্ধ্ব–২০ দলে সুযোগ পেলেও সিনিয়র দলে কখনো জায়গা হয়নি।
ফ্রান্সের হয়ে সম্ভাবনা ফুরিয়ে যাওয়ায় সম্প্রতি ফিফার কাছে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি চান লুকা। তার আবেদন অনুমোদন হওয়ায় এখন আলজেরিয়ার জাতীয় দলে খেলার পথ সুগম হলো।
রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা লুকা ২০১৭ সালে বাবার কোচিংয়ে প্রথমবারের মতো ক্লাবের সিনিয়র দলে অভিষেক করেন। এরপর বিভিন্ন ক্লাব ঘুরে বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রেনাডার হয়ে।
আগামী সপ্তাহে আলজেরিয়া বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে। এই দুটি ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই তারা বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করবে। সেক্ষেত্রে লুকা জিদানের সামনে রয়েছে জীবনের প্রথম বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ।
বিডি/এএন