এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঢাকায় হামজা

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঢাকায় হামজা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৬, ৬ অক্টোবর ২০২৫

আগামী বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী।

এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল ক্যাম্প শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে, যা পরিচালনা করছেন হাভিয়ের ক্যাবরেরা।

প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করা বাংলাদেশের জন্য হংকংয়ের বিপক্ষে (চার পয়েন্ট) টানা দুটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। এই দুটি ম্যাচের একটি ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর, আর অপরটি হংকংয়ে অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

তবে, দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা ইতিমধ্যে ইনজুরির কারণে ক্যাম্প থেকে সরাসরি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এছাড়া, ফরোয়ার্ড মোহাম্মদ আল আমিন ও রক্ষণভাগের দুই স্তম্ভ তপু বর্মন এবং তারিক কাজী এখনও অনুশীলনে ফিরতে পারেননি।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে হাভিয়ের ক্যাবরেরা বলেন,
“সুমন এবং ইব্রা শুরুতে ভালো অবস্থায় ছিলেন। তপু, তারিক ও আল আমিন—এই পাঁচজনই ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তবে আমরা তাদের মধ্যে কিছু সমস্যা শনাক্ত করেছি।

আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুমন ও ইব্রাহকে ম্যাচের জন্য প্রস্তুত করতে, কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। তারা নিজ নিজ ক্লাবে চিকিৎসা পরিকল্পনার জন্য ফিরে গেছেন।”

এই অবস্থায় বাংলাদেশ দলের জন্য আগামী ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement