তিন কমিটি বুলবুলের, ফারুকের শূন্য হাতে

Published : ১৮:৪৭, ৭ অক্টোবর ২০২৫
বিপিএলের পেমেন্ট সংক্রান্ত সমস্যা ও নানা বিতর্কের কারণে আগে সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু সম্প্রতি বিসিবির নির্বাচনের মাধ্যমে তিনি আবারও বোর্ডের সদস্য হয়েছেন।
এবার তিনি সহসভাপতির দায়িত্ব পেয়েছেন, তবে ক্রিকেট পরিচালনার কোনো কমিটিতে তার কোনো নিয়োগ করা হয়নি।
মঙ্গলবার (৭ অক্টোবর) হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত বোর্ড সভায় নতুন পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেন বিসিবি সভাপতি। এই সভায় নাজমুল আবেদীন ফাহিমকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দেশের ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট।
বিসিবি সভাপতি নিজেই তিনটি গুরুত্বপূর্ণ কমিটিকে নিজের অধীনে রেখেছেন। সেগুলো হলো—ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল। অন্যদিকে, ফারুক আহমেদের নাম কোনো কমিটিতে দেখা যায়নি।
এক নজরে দেখা যাক বুলবুল কোন কোন বিভাগের দায়িত্ব নিয়েছেন:
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), ইফতেখার রহমান মিঠু (মেম্বার সেক্রেটারি)
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)
উল্লেখযোগ্য, গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনী জমকালো অনুষ্ঠানে বিসিবির নতুন নেতৃত্বের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক পদে ২৩ প্রার্থী জয়ী হন, আর দুইজন আসেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।
মোট ২৫ পরিচালক নিয়ে বিসিবি সভাপতি ও সহসভাপতির পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে জয়ী ঘোষণা করা হয়। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
বিডি/এএন