গোল্ডেন বুট’ হাতে পেলেন লিওনেল মেসি

গোল্ডেন বুট’ হাতে পেলেন লিওনেল মেসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৬, ২৫ অক্টোবর ২০২৫

ন্যাশভিল এসসির বিপক্ষে হ্যাটট্রিক করে এমএলএস মৌসুমে ‘গোল্ডেন বুট’ নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি।

আর সেই অর্জনের স্বীকৃতি হিসেবে প্লে-অফের প্রথম ম্যাচেই হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ পুরস্কারটি। একই ম্যাচে জোড়া গোল করে নিজের দল ইন্টার মায়ামিকে জয়ে পথ দেখান আর্জেন্টাইন এই মহাতারকা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার আনুষ্ঠানিকভাবে মেসির হাতে ‘গোল্ডেন বুট’ তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে গারবার বলেন, “আমরা কখনও কল্পনাও করিনি যে লিওনেল মেসি এমএলএস, এই শহর ও ইন্টার মায়ামির জন্য এমন বিপ্লব নিয়ে আসবেন। তার উপস্থিতি লিগের গতি, জনপ্রিয়তা এবং মান—সব কিছু বদলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “মেসিকে আগামী তিন বছর ধরে এখানে পাওয়া এমএলএসের জন্য এক আশীর্বাদ। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম তিনি। তার খেলার ধরণ, দৃঢ় মনোভাব ও জয়ের ক্ষুধাই তাকে ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিণত করেছে।”

২০২৫ মৌসুমে মেসি লিগে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল, যা তাকে করেছে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এর ঠিক একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেন এই আর্জেন্টাইন তারকা, যা কার্যকর থাকবে ২০২৮ সাল পর্যন্ত।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির চেহারা আমূল বদলে দিয়েছেন মেসি। তার নেতৃত্বে দলটি জিতেছে দুটি বড় শিরোপা—লিগস কাপ (২০২৩) এবং সাপোর্টার্স শিল্ড (২০২৪)। পাশাপাশি ক্লাবটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলার।

বর্তমান মৌসুমেও মেসি এমভিপি দৌড়ে এগিয়ে আছেন। যদি এ বছরও তিনি পুরস্কার জেতেন, তাহলে এমএলএস ইতিহাসে তিনিই হবেন প্রথম খেলোয়াড়, যিনি টানা দুই মৌসুমে এমভিপি ট্রফি জেতার অনন্য কীর্তি গড়বেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement