সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আসন্ন বিপিএল সামনে রেখে চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। প্রথমে ধারণা করা হয়েছিল সাধারণ জ্বর, কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী এক-দু’দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন।
এদিকে মাহমুদউল্লাহর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাঁকে বিপদ-আপদের মাধ্যমে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু, তাঁকে তোমাদের প্রার্থনায় রেখো।”
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ইতোমধ্যে প্রিয় এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনায় শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।



































