আইসিসিতে চিঠি দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল পিসিবি
Published : ১২:১৫, ২১ জানুয়ারি ২০২৬
আগামী মাসের শুরুতেই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আসন্ন এই বৈশ্বিক আসরের আগে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থানে শুরু থেকেই প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবার সেই সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও তুলে ধরেছে পিসিবি। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
‘ক্রিকইনফো’ জানায়, মঙ্গলবার আইসিসির কাছে পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন একটি সময়েই চিঠিটি পাঠানো হয়েছে, যখন বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ড সভা আহ্বান করার কথা রয়েছে।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভারত অংশে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়েছে বিসিবি।
এ বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে ইতোমধ্যেই একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকটি হয়েছে গত সপ্তাহে ঢাকায়। তবে আলোচনার পরও দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে চাইলেও বিসিবির স্পষ্ট বক্তব্য নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা তাদের পক্ষে সম্ভব নয়।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পিসিবি চাইলে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পাকিস্তান নিজেও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে। তবে এসব সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
বিডি/এএন

































