গ্রিনল্যান্ড প্রসঙ্গে বিশ্বকাপ বয়কটের পথে নয় ফ্রান্স

গ্রিনল্যান্ড প্রসঙ্গে বিশ্বকাপ বয়কটের পথে নয় ফ্রান্স ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৯, ২২ জানুয়ারি ২০২৬

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি স্পষ্ট করে জানিয়েছেন, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতেই তিনি বিশ্বাসী। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা ফ্রান্সের নেই বলে জানান তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৫২ বছর বয়সী মারিনা ফেরারি বলেন, এই মুহূর্তে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বকাপ বয়কটের কথা ভাবা হচ্ছে না। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখাই তার অবস্থান। সামনে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা এখনই অনুমান করতে চান না বলেও জানান তিনি।

ফেরারি বলেন, ২০২৬ সালের বিশ্বকাপ বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত আয়োজন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

এর আগে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপের আরও কয়েকটি দেশ এর বিরোধিতা করে। এর জেরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী মাস থেকে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

এই পরিস্থিতিতে ফ্রান্সের বামপন্থী আইনপ্রণেতা এরিক কোকেরেল মত দিয়েছেন, দুইবারের বিশ্বকাপজয়ী ফ্রান্সের উচিত আগামী বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করা। তিনি প্রশ্ন তুলেছেন, এমন একটি দেশে বিশ্বকাপ আয়োজন কতটা গ্রহণযোগ্য, যে দেশ প্রতিবেশীদের ওপর আগ্রাসনের হুমকি দেয়, গ্রিনল্যান্ড দখলের কথা বলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং জাতিসংঘের ভূমিকাকে দুর্বল করতে চায়।

উল্লেখ্য, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement