মধু কী চিনির বিকল্প হিসেবে খাওয়া ভালো?

মধু কী চিনির বিকল্প হিসেবে খাওয়া ভালো? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৬, ২২ জানুয়ারি ২০২৬

চিনি—এই এক উপাদানকে ঘিরেই আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে নানা ধরনের বিতর্ক। অনেকেই একে ‘সাদা বিষ’ হিসেবে আখ্যায়িত করেন, আবার কেউ দৈনন্দিন খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা করেন।

তবে মিষ্টি স্বাদের লোভ সহজে ত্যাগ করা যায় না। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হিসেবে ধরা হয় মধু। সকালে লেবু-মধু পানি, চা বা অন্যান্য পানীয়তে এক চামচ মধু যোগ করার প্রচলন, যেন চিনি বাদ দিলে সব স্বাস্থ্যজনিত সমস্যা অদৃশ্য হয়ে যাবে—এমন ভাবনা অনেকের মনে কাজ করে।

কিন্তু প্রশ্ন হলো, মধু কি সত্যিই চিনির তুলনায় এতটা স্বাস্থ্যকর? নাকি এটিও এক ধরনের ‘মিষ্টি ফাঁদ’? পুষ্টিবিজ্ঞান ও সাম্প্রতিক গবেষণার আলোকে আমরা দেখে নিই চিনি এবং মধুর মধ্যে পার্থক্য, সুবিধা এবং সতর্কতার বিষয়গুলো।

চিনি বনাম মধু: বিজ্ঞানের দৃষ্টিকোণ

প্রথমেই বলা যাক, মধু এবং চিনি—দুটিই মূলত কার্বোহাইড্রেটের উৎস। এদের মধ্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজের অনুপাতে মিল রয়েছে, তবে উৎপাদন প্রক্রিয়া ও পুষ্টিগুণের দিক থেকে পার্থক্য লক্ষ্যযোগ্য।

১. পুষ্টি উপাদানের পার্থক্য

চিনি: সম্পূর্ণ প্রক্রিয়াজাত একটি উপাদান। এতে ভিটামিন বা খনিজ উপাদান নেই। তাই একে বলা হয় ‘অ্যাম্পটি ক্যালোরি’। অর্থাৎ শক্তি পেলে ও পুষ্টি নয়।

মধু: প্রাকৃতিক উপাদান হিসেবে মধুতে ক্যালোরির সঙ্গে সামান্য পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও কিছু এনজাইম থাকে। তবে বাস্তবিকভাবে এই পুষ্টিগুণ থেকে উল্লেখযোগ্য সুবিধা পেতে হলে প্রচুর পরিমাণে মধু খেতে হয়, যা অতিরিক্ত ক্যালোরির ঝুঁকি বাড়ায়।

২. গ্লাইসেমিক ইনডেক্স (GI)

চিনির তুলনায় মধুর গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা কম। অর্থাৎ চিনি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, মধু খেলে সেই বৃদ্ধি কিছুটা ধীরগতি হয়। ফলে, ডায়াবেটিস রোগীদের জন্য মধু তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ বিকল্প হতে পারে। তবে এটি সম্পূর্ণ নিরাপদ নয় এবং সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত।

৩. অ্যান্টি-অক্সিডেন্টের উপস্থিতি

মধুতে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। অন্যদিকে, চিনিতে এ ধরনের কোনো ঔষধি বা প্রতিরোধমূলক গুণ নেই।

মধু খাওয়ার আগে সতর্কতা

যদিও মধু স্বাস্থ্য উপকারী হিসেবে প্রচলিত, কিছু নেতিবাচক দিকও মাথায় রাখা জরুরি:

অতিরিক্ত ক্যালোরি: এক টেবিল চামচ চিনি প্রায় ৪৯ ক্যালোরি দেয়, সমপরিমাণ মধু প্রায় ৬৪ ক্যালোরি। অতিরিক্ত মধু খেলে ওজন দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে।

দাঁতের ক্ষতি: মধুর আঠালো গঠন দাঁতের সংস্পর্শে দীর্ঘসময় থাকে। ফলে দাঁতে ক্যাভিটি বা ক্ষয় হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

শিশুদের জন্য ঝুঁকি: এক বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়ানো উচিত নয়। এতে ‘বটুলিজম’ নামক গুরুতর বিষক্রিয়ার সম্ভাবনা থাকে।

চিনির বিকল্প হিসেবে মধু কি সেরা?

পুষ্টিবিদদের মতে, যারা প্রক্রিয়াজাত খাবার এবং রিফাইন্ড সুগার এড়িয়ে চলতে চান, তাদের জন্য চিনির তুলনায় মধু ‘বেটার অপশন’। তবে এটিকে ‘সেরা বিকল্প’ হিসেবে ধরা যায় না। মধুও শেষ পর্যন্ত এক ধরনের চিনি বা ‘ন্যাচারাল সুগার’।

কাদের জন্য মধু তুলনামূলকভাবে ভালো?

১. যারা সাধারণ সর্দি-কাশির সমস্যায় ভুগছেন
২. যারা শরীরের ডিটক্স বা ক্লিনজিং করতে চান (যেমন লেবু-মধু পানি)
৩. যারা কৃত্রিম চিনির বদলে প্রাকৃতিক স্বাদ পছন্দ করেন

ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা: মধু চিনির তুলনায় ধীরগতিতে রক্তে শর্করা বৃদ্ধি করলেও শেষ পর্যন্ত সুগার লেভেল বাড়ায়। তাই ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া মধু নিরাপদ বিকল্প হিসেবে ধরা উচিত নয়।

উপসংহার:
শীতকাল বা অন্যান্য সময়ে চিনি বাদ দিয়ে মধু নেওয়া স্বাস্থ্যঝুঁকি শূন্যে নামায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমিতি ও সচেতন ব্যবহার। মিষ্টির আনন্দ টিকিয়ে রাখতে হলে, চিনি হোক বা মধু—সঠিক মাত্রা বজায় রাখা স্বাস্থ্যকর অভ্যাসের চাবিকাঠি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement