প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরাতে লাঠিপেটা করল পুলিশ
সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার দাবিতে আজ রোববার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি পালন করেন। এ সময় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়, লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে।