শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার

শহীদ ইয়ামিনকে গাড়ি থেকে ফেলার ঘটনায় সেই পুলিশ গ্রেপ্তার সেই মর্মান্তিক ঘটনার দৃশ্য ও এএসআই মোহাম্মদ আলী

The Business Daily Desk

Published : ০১:৪১, ৪ আগস্ট ২০২৫

সাভারে আন্দোলনরত শিক্ষার্থী ইয়ামিনকে সাঁজোয়া যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে আটক করা হয়।

গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার একটি কর্মসূচিতে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে ফেলে দেওয়া হয় আস-হাবুল ইয়ামিনকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ইয়ামিন মিরপুরে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

এক বছর পর অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেপ্তার হওয়ায় ইয়ামিনের পরিবার ও সহপাঠীরা কিছুটা স্বস্তি পেলেও, তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement