জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৬ মরদেহ এক বছর পর দাফন: শনাক্ত হয়নি কেউ
গত বছরের আলোচিত জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ দীর্ঘ এক বছর পর অবশেষে দাফন করা হয়েছে। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আঞ্জুমান মফিদুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো গ্রহণ করে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করে।