ঈদের আগের দিন স্বর্ণের দাম বাড়লো

ঈদের আগের দিন স্বর্ণের দাম বাড়লো

বাণিজ্য ডেস্ক:

Published : ১৪:২০, ৬ জুন ২০২৫

ঈদের আগের দিন দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণ ভরিতে ২৪১৫ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। 

শুক্রবার (৬ জুন) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা।

স্বর্ণের নতুন এই দাম শুক্রবার থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে দাম বেড়েছে ২৫ বার, আর কমেছে ১২ বার।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement