৬০৬ হেক্টর জমিতে সবজি ও ৫৫ হেক্টর জমিতে আগাম জাতের শিম চাষ

৬০৬ হেক্টর জমিতে সবজি ও ৫৫ হেক্টর জমিতে আগাম জাতের শিম চাষ ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২৩:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সোনার বাংলার সোনার মাটিতে সোনার ফসল ফলায় কৃষক। অধিক মূল্য নিশ্চিত করা জন্য বছরের কোন সময় কোন সফল চাষ করতে হবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজুপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কৃষক তা ভালভাবেই জানেন।

ছয় ঋতুর বাংলাদেশে কোন ঋতুতে কোন ধরনের ফসল চাষ করতে হবে তা যেন কৃষকের হৃদয়ে গাঁথা। পরিবারের সদস্য, স্ত্রী ও প্রিয় সন্তানদের সুখের জন্য কৃষক কঠোর পরিশ্রম করে ফসল ফলায়।

চলতি রবি মৌসুমে দিনাজপুরের ১৩টি উপজেলায় ৬০৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ ও আগাম জাতের আর্লি শিম ৫৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভাল হয়েছে। দিনাজপুরে শিমের সবজি বাগান মনোরম দৃশ্যে পরিপূর্ণ হয়েছে। সাদা ও বেগুনি রঙের ফুলে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে।

রবি মৌসুমে গ্রামের সবজি ক্ষেতে এমন দৃশ্য মাঠে ছড়িয়ে গেছে। বিরল উপজেলার ভাড়াডাঙ্গী গ্রামের কৃষক মো.সোহরাব আলী বলেন, শিম চাষে তুলনামুলক কম খরচ আর বেশি লাভ হওয়ায় বাণিজ্যিকভাবে শিম চাষে ঝুঁকছেন কৃষকরা। চলতি মৌসুমে বাঁশের মাচা দিয়ে শিম চাষ শুরু হয়েছে। দেশি জাতের শিমের মাচায় ইতিমধ্যে ফলন আসা শুরু করেছে।

মৌসুমের শুরুতে শিম বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। বর্তমানে পাইকারের কাছে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। শিম শুধু দিনাজপুরেই সীমাবদ্ধ নয়, পাইকাররা ট্রাকযোগে ঢাকাসহ দেশের অন্যান্য জেলার বাজারে পাঠাচ্ছে।

দিনাজপুরসহ রংপুর অঞ্চলের শিমের স্বাদ ও পুষ্টিগুন বেশি হওয়ায় ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। যোগাযোগ ব্যবস্থার সুবিধায় প্রতিদিনের উৎপাদিত শিম দেশের যেকোনো জেলায় সরবরাহ হচ্ছে।

দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, চলতি রবি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের আগাম সবজি ৬০৬ হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং আগাম জাতের শিম ৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় সবজি চাষ  বেশি হয়েছে। শিম একটি উল্লেখযোগ্য উৎপাদনশীল সবজি। তিনি বলেন, গত কয়েক বছরে জেলার সব উপজেলার প্রায় প্রত্যেক গ্রামে বাণিজ্যিকভাবে আগাম শীতকালীন সবজি শিম চাষ হচ্ছে। এবারে বাম্পার ফলন ও ভাল দাম পেয়েছে শিম চাষিরা। নিয়মিত তদারকির ফলে দিনাজপুরে সবজি চাষসহ অন্যান্য ফসল ভালো হচ্ছে।
 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement