শেয়ারবাজারে সূচক বেড়েছে, লেনদেন কমেছে

শেয়ারবাজারে সূচক বেড়েছে, লেনদেন কমেছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৬, ৫ অক্টোবর ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচক ঊর্ধ্বমুখী থাকলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

বাজারের পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১৪৭টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত ছিল। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৫টি, ‘বি’ ক্যাটাগরির ৩১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩৭টি কোম্পানি অন্তর্ভুক্ত।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ার প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত মঙ্গলবার সূচকটি ছিল ৫ হাজার ৪১৬ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

রোববার ডিএসইতে মোট ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের কার্যদিবসের ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার তুলনায় প্রায় ৭৭ কোটি ৫২ লাখ টাকা কম।

দিনের সর্বোচ্চ লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল পিএলসির শেয়ারে, যার মোট লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৩৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন তালিকার শীর্ষে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, যার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮৭ লাখ টাকার।

অন্যদিকে, দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজকের লেনদেনও সূচক উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এখানেও বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে, যদিও মোট লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৩ পয়েন্টে পৌঁছেছে। আজ সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে—এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৬৮টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে চট্টগ্রাম এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকার সিকিউরিটিজ, যা গত মঙ্গলবারের ১৬ কোটি ২ লাখ টাকার তুলনায় কিছুটা কম।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement