সাদা পাথরের অবনতি নিয়ে রুবেলের তীব্র নিন্দা

Published : ১৫:৩৮, ১২ আগস্ট ২০২৫
সিলেটের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র সাদা পাথরের করুণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্রটি পাথর খেকোদের লুটপাটের শিকার হয়ে ধ্বংসের মুখে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে লুটেরাদের তাণ্ডবে সাদা পাথরের চেহারা বদলে গেছে, যা পরিবেশ ও পর্যটনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে সাদা পাথরে যাওয়ার একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।” তার এই পোস্টে এলাকার পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় পাথর লুটপাট চালানো হচ্ছে। বিশেষ করে বিএনপি ও যুবদল নেতাদের নাম জড়িয়ে এই অভিযোগ উঠেছে। বিএনপি ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাংগঠনিক পদ থেকে স্থগিত করেছে। তবে অন্যান্য দলের নেতাকর্মীদেরও এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহ রয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পাথর লুটপাট অব্যাহত থাকলে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পটটি ধ্বংস হয়ে যাবে। ফলে সিলেটের পরিবেশ ও দেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে এবং রাজস্ব আয়েও বড় ধাক্কা আসতে পারে।
রুবেল হোসেন বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন; ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেও বর্তমানে তিনি দলের বাইরে রয়েছেন। তবে পরিবেশ রক্ষায় তার এ সচেতনতা প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সাদা পাথরের সংরক্ষণ এবং অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সিলেটের এক অনন্য প্রাকৃতিক সম্পদ চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
BD/AN