বিদেশি ভ্রমণ সহজ করবে নতুন প্রিপেইড কার্ড

Published : ১৫:৪০, ১৯ আগস্ট ২০২৫
রাজধানীর গুলশান কর্পোরেট শাখায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মাস্টারকার্ড এবং দি ট্র্যাভেল গ্রুপ (টিটিজি) একটি বিশেষ কর্পোরেট চুক্তিতে সাক্ষর করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, এখন থেকে টিটিজি-এর গ্রাহকরা তাদের প্যাকেজ বা সেবা বুকিং করলে পাবেন এক্সক্লুসিভ ট্রাভেল প্রিপেইড কার্ড। এই কার্ড ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশে কেনাকাটা, হোটেল বুকিং এবং অন্যান্য ভ্রমণ-সংশ্লিষ্ট সেবা সহজেই নেওয়া যাবে। পাশাপাশি, গ্রাহকরা ২৪ ঘণ্টা ওভারসীজ সাপোর্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মি. সোহেল আলিম। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওইআরএম মি. ইমরান আহমেদ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার, কর্পোরেট ব্রাঞ্চ, গুলশান মো. জালাল উদ্দিন প্রামাণিক; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ম্যানেজার মি. গোলাম মৌলা; এবং ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ইন-চার্জ ইঞ্জি. উজ্জ্বল কুমার পল।
টি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রুবেল আহমেদ সামির, হেড অব অপারেশন্স সিফাত সোহেলি এবং ট্রাভেল কনসালট্যান্ট জান্নাতি আক্তার নিশু।
টি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি একটি সরকারি অনুমোদিত ও জনপ্রিয় ট্রাভেল এজেন্সি, যা দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ, টিকেটিং, হোটেল বুকিংসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করে। নতুন ট্রাভেল প্রিপেইড কার্ডটি ভ্রমণকারীদের জন্য সহজ, নিরাপদ এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
টি ট্র্যাভেল গ্রুপ-টিটিজি-এর সিইও রুবেল আহমেদ সামির বলেন, “বিগত ১০ বছর ধরে আমরা কর্পোরেট সেক্টর এবং ভ্রমণপ্রেমীদের নির্ভরযোগ্য ট্রাভেল সার্ভিস দিয়ে আসছি। আমাদের প্রতিষ্ঠান সরকার অনুমোদিত এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রধান ট্রেড বডির সক্রিয় সদস্য। আমরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের চাহিদা অনুসারে সেবা দিয়ে আসছি এবং সেই চাহিদার সমাধানে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। মাস্টারকার্ড ও ন্যাশনাল ব্যাংকের সঙ্গে যৌথভাবে ‘ট্রাভেল প্রিপেইড কার্ড’ চালুর মাধ্যমে আমরা বিদেশে কেনাকাটা ও পেমেন্ট সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে চাই। আমাদের লক্ষ্য প্রতিটি ভ্রমণকে সহজ, নিরাপদ ও আনন্দময় করা, যেখানে টিটিজি সবসময় বিশ্বাসযোগ্য ট্রাভেল পার্টনার হিসেবে থাকবে।”
BD/AN