১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ

Published : ১৬:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে দীর্ঘ নয় মাসের বিরতি শেষে আবারও খুলে দেওয়া হচ্ছে দ্বীপটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এতদিন সেখানে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। তবে আগামী ১ নভেম্বর থেকে দ্বীপে পর্যটক ভ্রমণের সুযোগ মিলবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি আরও জানান, নভেম্বর থেকে ভ্রমণের অনুমতি মিললেও পর্যটকরা দ্বীপে অবস্থান করতে পারবেন শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।
সচিব বলেন, “সেন্টমার্টিনে পর্যটক নিয়ন্ত্রণের ফলে দ্বীপের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। এবার গেলে সেটি পর্যটকরাও দেখতে পারবেন।”
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানান, দেশের পর্যটন খাতকে টিকিয়ে রাখতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হচ্ছে, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এর আগে, পর্যটক ও জাহাজ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি যৌথ কমিটি গঠিত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ বেশ কিছু বিধিনিষেধ মানা বাধ্যতামূলক করা হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকার দ্বীপটির ভ্রমণ কার্যক্রম পুরোপুরি নয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়।
তৎকালীন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন গড়ে তোলার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, “সেন্টমার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার সুযোগ নেই। সরকার নতুন কিছু করেনি, বরং পুরোনো সিদ্ধান্তকেই বাস্তবায়ন করেছে।”
BD/AN