আজ নির্বাহী আদেশে পুঁজিবাজারে ছুটি

আজ নির্বাহী আদেশে পুঁজিবাজারে ছুটি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৮, ১ অক্টোবর ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশের পুঁজিবাজার আজ থেকে টানা চারদিন বন্ধ থাকবে।

এই ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধও মিলিত হওয়ায় ডিএসই ও সিএসইতে লেনদেন আগামী রোববার থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে। তথ্যটি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

সূত্র জানায়, দুর্গা পূজার কারণে আজ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামীকাল বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় চারদিন ধরে দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

এর আগে, দেশের পুঁজিবাজার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকলেও এবার শারদীয় দুর্গা পূজায় চারদিনের ছুটি নেওয়া হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement