স্পার আড়ালে পতিতাবৃত্তি, পাঁচ নারীসহ ১২ জন আটক

স্পার আড়ালে পতিতাবৃত্তি, পাঁচ নারীসহ ১২ জন আটক উত্তরা ৬ নম্বর সেক্টরের দি স্কাই গার্ডেন হোটেল (ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর উত্তরা থেকে এক আবাসিক হোটেলের আড়ালে চলা পতিতাবৃত্তির অভিযোগে পাঁচ নারীসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন   ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন সুজন (৩৪), রাজশাহীর মতিহার উপজেলার শ্যামপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে মো. শামীম (৩৯), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কামারগ্রামের ওদুত মোল্লার ছেলে শাকিল মোল্লা (২৩), নওগাঁর মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রায়হান (২৪), ঢাকার নবাবগঞ্জ দোহার এলাকার মো. মহসিনের ছেলে পারভেজ (২৭), ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আজই উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৫), নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল গ্রামের আবু সাঈদের ছেলে আবু সায়েম (৪৬) এবং পাঁচজন নারী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, আটক নারীরা হোটেলে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিল। আর অন্যদের মধ্যে আবু সায়েম হোটেলের ম্যানেজার, আশরাফুল আলম ফ্লোর ইনচার্জ, রায়হান ও শাকিল পরিচ্ছন্নতাকর্মী, শাহাদাৎ হোসেন সুজন সেফ, আর পারভেজ ও শামীম ফ্রন্ট ডেস্কে দায়িত্বে ছিলেন।

তিনি আরও বলেন, হোটেলটিতে বডি মেসেজ ও স্পা সার্ভিসের আড়ালে নিয়মিতভাবে অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement