শিক্ষার্থীদের অবরোধে অচল সাতরাস্তা

Published : ১২:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাত দফা দাবিতে ফের সড়ক অবরোধ কর্মসূচিতে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১১টার দিকে তারা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং নানা দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানায়, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল,
ওই পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় প্রত্যাহার,
ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন,
২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল,
এবং নিয়োগবিধি সংশোধন।
শিক্ষার্থীদের দাবি, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
বিস্তারিত আসছে…
BD/AN