পুরান ঢাকায় ধরা পড়ল এনসিটিবি অনুমোদিত নকল বইয়ের ছাপাখানা

পুরান ঢাকায় ধরা পড়ল এনসিটিবি অনুমোদিত নকল বইয়ের ছাপাখানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৭, ৯ অক্টোবর ২০২৫

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকা থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযান থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজারে সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্যের ভিত্তিতে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এদিন উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি জানান, এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তিনটি বই—‘সাহিত্যপাঠ’, ‘সহপাঠ’ এবং ‘ইংলিশ ফর টুডে’—অবৈধভাবে ছাপানো হচ্ছিলো।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, “পুস্তক সমিতির জন্য এটি লজ্জাজনক ঘটনা। সরকারকে আমরা সব সময় সহযোগিতা করি।

পুস্তক সমিতির মাধ্যমে সবসময় বই সরবরাহ করা হয়, কিন্তু একটি চক্রী মহল এ ধরনের কুচক্রী কাজে নেমেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও সরকারকে সহযোগিতা অব্যাহত রাখব।”

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হবে। উদ্ধার কার্যক্রমে দেখা গেছে প্রায় ৫ হাজার নকল বই ছাপা হচ্ছিল। তবে কারখানার মালিক পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement