বোরকা পড়ে দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

Published : ১২:৫০, ৯ অক্টোবর ২০২৫
রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’-এ রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চোরেরা দোকানটির ৫০০ ভরি স্বর্ণ লুট করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চোর চক্রের দুই সদস্য বোরকা পরে দোকানে প্রবেশ করে। প্রথমে তারা জুয়েলারি দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে।
দোকানের মালিক জানান, চুরির সময় সেখানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালঙ্কার সাজানো ছিল, এছাড়া ১০০ ভরির বন্ধকি স্বর্ণও মজুত ছিল। চোরেরা এসব ছাড়াও আনুমানিক ৪০ হাজার টাকা নগদ অর্থ লুট করেছে। সিসি ক্যামেরার ফুটেজে তাদের কার্যক্রম ধরা পড়েছে।
বিডি/এএন