যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন সারজিস

যে আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন সারজিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৭, ১৬ নভেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়–১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন নেওয়ার পর সারজিস আলম বলেন, অতীতে পঞ্চগড়ে বহু এমপি–মন্ত্রী দায়িত্ব পালন করলেও জনগণের প্রকৃত আশা–আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন—পঞ্চগড়বাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

এনসিপির মুখ্য অঙ্গীকার হিসেবে তিনি জেলার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে সামনে রাখেন। তার ভাষায়, পঞ্চগড়ের স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ পুনর্গঠনের মাধ্যমে আধুনিক রূপ দেওয়া হবে। পাশাপাশি শিল্পকারখানা উন্নীতকরণসহ আরও বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সারজিস আলম আরও বলেন, ভবিষ্যতে পঞ্চগড়ে যেন কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে জন্য কঠোর অবস্থান নেওয়া হবে। নিরপরাধ জনগণকে হয়রানি থেকে সুরক্ষা দেওয়া, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং সব ধরনের চাঁদাবাজি বন্ধ করাই হবে তাদের অঙ্গীকার।

তিনি উপস্থিতদের আহ্বান জানিয়ে বলেন, দল বা প্রতীকের সীমাবদ্ধতার বাইরে গিয়ে আগামী নির্বাচনে এনসিপির পক্ষে সবাইকে ব্যালটের মাধ্যমে অংশ নিতে হবে।

এদিকে পঞ্চগড়–১ আসনে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement