মেট্রোরেলের ছাদে ওঠা কিশোর শনাক্ত

মেট্রোরেলের ছাদে ওঠা কিশোর শনাক্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৭, ১ ডিসেম্বর ২০২৫

ঢাকার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের ফাঁক দিয়ে ছাদে উঠে পড়া কিশোরের পরিচয় পাওয়া গেছে—তার নাম ইয়াসিন।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার কিছু পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে যাত্রা শুরু করে সে। সচিবালয় স্টেশনে পৌঁছানোর পর দেখা যায়, দুই বগির সংযোগস্থলের হুক ধরে ঝুলে আছে ইয়াসিন এবং পরক্ষণেই সে ট্রেনের ছাদে উঠে পড়ে।

তার সঙ্গে থাকা আরেক কিশোর দ্রুত রেললাইনের পাশে দৌড়ে পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইয়াসিনকে ছাদ থেকে নামিয়ে আনে। ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বার্তায় জানায়, সচিবালয় স্টেশনে দুই ব্যক্তি ট্রেনের ছাদে ওঠায় চলাচল বন্ধ করতে হয়েছে। যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।

নিরাপত্তা এড়িয়ে ছাদে ওঠা দুই কিশোরের একজনকে আটক করা গেলেও অপরজন এখনো পলাতক; তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ডিএমটিসিএলের সূত্র জানায়, ইয়াসিনের বয়স আনুমানিক ১৩–১৪ বছর এবং ধারণা করা হচ্ছে, সে কোনো শিশুসদনে ছিল; মানসিকভাবেও কিছুটা অস্বাভাবিক হতে পারে।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, মেট্রোরেলের লাইনে ক্যাটিনারি সিস্টেমের বৈদ্যুতিক লাইন রয়েছে, যা সরাসরি ট্রেনের ছাদের মাধ্যমে চালিত হয়। এ অবস্থায় ছাদে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও ছিল। মেট্রোরেল চালুর পর এই ধরনের ঘটনা আর দেখা যায়নি বলে এটিকে বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement