বড় সুখবর দিলো মেট্রোরেল

বড় সুখবর দিলো মেট্রোরেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৪, ১ ডিসেম্বর ২০২৫

আগামী দুই মাস ধরে রাজধানীর মেট্রোরেল প্রতিটি ট্রেন সোয়া চার মিনিটের ব্যবধানে চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সোমবার (১ ডিসেম্বর) উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর যাত্রী সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে। আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করতেন, বর্তমানে এই সংখ্যা প্রায় চার লাখের আশেপাশে। ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ফিজিক্যাল ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

ফারুক আহমেদ বলেন, গত ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটি টেইলস পড়েছে। সেদিন নির্ধারিত সময়ের ২৭ মিনিট পর ট্রেন চলাচল শুরু হয়েছিল। এটি নিরাপত্তার জন্যে ছিল, কারণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া ট্রেন চালানো সম্ভব নয়। তিনি আরও জানান, প্রতিদিন মেট্রোরেল সার্ভিস শুরুর আগে একটি সুইফার ট্রেন চালিয়ে সব পরীক্ষা করে থাকে, কিন্তু ভূমিকম্পের দিন দুইটি সুইফার ট্রেন চালানো হয়েছে, যার কারণে কিছুটা বিলম্ব হয়।

রোববার সচিবালয় রেলস্টেশনে দুই কিশোর ট্রেনের ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, একটি ছেলে ছাদে উঠে যাওয়ার খবর পাওয়া মাত্রই তাকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের ক্ষতি হয়নি। কিশোরটি কারওয়ান বাজার থেকে আগারগাঁও হয়ে সচিবালয় স্টেশনে পৌঁছেছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। স্টেশনের এন্ট্রি পথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে যাতে উৎস শনাক্ত করা যায় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement