যেভাবে শীতে উলের পোশাকের যত্ন নেবেন?

যেভাবে শীতে উলের পোশাকের যত্ন নেবেন? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:০৫, ১৭ ডিসেম্বর ২০২৫

শীতকাল এলেই আলমারি থেকে বের হয় উলের সোয়েটার, মাফলার ও অন্যান্য উলের পোশাক। যদিও দিনের আলোতে হালকা সোয়েটশার্ট যথেষ্ট হতে পারে, তবুও সোয়েটার এবং টুপি নিয়মিত ব্যবহার করলে সেগুলো ঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরি।

অনেক সময় অযত্নের কারণে উলের পোশাকে রোঁয়া পড়ে যায় বা ফ্যাব্রিক পাতলা হয়ে যায়। তাই উলের পোশাক ব্যবহারের সঙ্গে সঙ্গে সেগুলোর যত্ন নেওয়া উচিত।

নিয়মিত ধোয়া এড়িয়ে চলুন:
উলের পোশাক ঘন ঘন ধোয়া ঠিক নয়, কারণ এতে উল নষ্ট হয়ে যেতে পারে। তবে ৫-৬ দিন পর গন্ধ এলে হালকা শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করে ধুতে পারেন। সোয়েটার ঠাণ্ডা পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর হালকাভাবে চিপে পানি নিংড়ে নিন। মাসে ৭-১০ দিন অন্তর এইভাবে ধোয়া যেতে পারে।

স্পট ক্লিনিং করুন:
পাতলা সোয়েটার সপ্তাহে একদিন ধোয়া যেতে পারে। কিন্তু মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর বা কম্বল পুরোপুরি ধোয়া সম্ভব নয়। ভালো মানের সোয়েটার বা কোট মাসে একবার বা শীত শেষের সময় ড্রাই ক্লিনিং করানো ভালো। যদি দাগ পড়ে, তবে স্পট ক্লিনিং করুন। মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে দাগের ওপর হালকাভাবে ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন, পুরো সোয়েটার না ধুয়ে।

রোদে রাখুন, তবে সরাসরি নয়:
১০-১২ দিন অন্তর না ধোলে সোয়েটারে অস্বস্তি হতে পারে। তাই ৩-৪ দিন অন্তর সোয়েটার রোদে রাখা যায়, তবে সরাসরি তেজি রোদে রাখবেন না, এতে রং নষ্ট হতে পারে। উলের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না; ভাঁজ করে রাখাই ভালো, এতে ফ্যাব্রিক দীর্ঘস্থায়ী হয় এবং পোশাকের আকারও ঠিক থাকে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement