গণতন্ত্র ফেরেনি, মন্তব্য সাংবাদিক মাসুদ কামালের
Published : ১২:২২, ২৫ অক্টোবর ২০২৫
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, সেই সময় বিরোধী দলগুলোকে কথা বলার ন্যূনতম সুযোগও দেওয়া হতো না।
মাসুদ কামাল বলেন, মানুষ ভেবেছিল সরকার পরিবর্তনের পর দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে আসবে, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ আসলে কতটা নিরপেক্ষ। তার ভাষায়, যদি সত্যিই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলা হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও এখনো কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি এই উদ্যোগ এগিয়ে নেওয়া হয়, তবে প্রশ্ন উঠবে—জাতীয় পার্টিকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না? কারণ, তাদের বিরুদ্ধে তো কোনো মামলা বা নিষেধাজ্ঞা নেই। ফলে একে ‘জাতীয় ঐকমত্য’ বলা কতটা যৌক্তিক, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
মাসুদ কামাল আরও বলেন, “যখন কেউ মনে করে শুধু আমরাই দেশের নাগরিক, অন্যরা নয়—তখন তাকে গণতন্ত্র বলা যায় না।”
তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে আরও যোগ করেন, যেসব পশ্চিমা দেশের ওপর তিনি এতটা আস্থা রেখেছিলেন, এখন তারাই বলছে—আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।
বিডি/এএন

































