দীর্ঘ সময়ের পর নিপুণ প্রকাশ্যে
Published : ১৫:৩৭, ২৫ অক্টোবর ২০২৫
দীর্ঘদিন প্রকাশ্যে না আসা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তার অবশেষে দর্শকের সামনে এলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহরের ছেলের বিয়েতে উপস্থিত হয়ে আবারও গণমাধ্যম ও সমাজমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।
এর আগে নিপুণকে সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে। ভিডিওতে তিনি রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
নিপুণ দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে তেমন দেখা দেননি। কিছু সময় তিনি যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এর পর থেকে নিপুণ প্রায় সম্পূর্ণভাবে জনসম্মুখ থেকে লুকিয়ে ছিলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার পরও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। পাশাপাশি আদালতের স্থিতিতাদেশ অমান্য করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেও আলোচনার কেন্দ্রবিন্দু হন। এটি ইঙ্গিত দেয় যে তৎকালীন সময়ে তিনি শিল্পী সমিতিতে প্রভাবশালী অবস্থান রাখতেন।
পট পরিবর্তনের পর নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের পর নিপুণ দীর্ঘ সময় জনসম্মুখে আসেননি, যা তাকে আরও রহস্যময়তা দিয়েছে।
বিডি/এএন


































