ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শুরু

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৪, ২৫ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান ও শর্ত বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকার ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে মূলত জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, তার আইনি কাঠামো এবং সনদের অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তখন এনসিপির কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। সেদিন সকালে দলটি অংশগ্রহণ না করার কারণ হিসেবে তিনটি শর্তের কথা জানিয়েছিল।

শর্তগুলো ছিল—
১️. জুলাই সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও গণভোটের প্রশ্নটি আগে প্রকাশ করতে হবে,
২️. গণভোটের মাধ্যমে জনগণ যদি সনদে সমর্থন দেয়, তবে ভিন্নমতের নোট (Note of Dissent) কার্যকর হবে না,
৩️. গণভোটের রায় অনুযায়ী পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কারের ক্ষমতা প্রয়োগ করবে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধি দল।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান। তবে দলটির পক্ষ থেকে সেখানে সনদের আইনি বৈধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। পাশাপাশি তারা প্রস্তাব দেন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ যেন রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টার স্বাক্ষরে জারি করা হয়।

দলটির নীতিনির্ধারকেরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, জুলাই সনদের আইনি কাঠামো ও বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্তে তাদের প্রস্তাবিত শর্তগুলো প্রতিফলিত হবে।

তারা মনে করছেন, এসব শর্ত পূরণ হলে এনসিপি ৩১ অক্টোবরের আগেই জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবে এবং এরপর তাদের নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement