"এম এন মাল্টিমিডিয়া আয়োজিত ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব ব্রাইডাল ফেস্টিভ্যাল সম্পন্ন"

ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা রেজেন্সি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুইদিনব্যাপী “এম এন মাল্টিমিডিয়া আয়োজিত ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব ২০২৫”।

গত ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিত ব্রাইডাল ফেস্টিভ্যালের গোল্ড স্পন্সর ছিলো নোরিক্স-1। অনুষ্ঠানে অংশ নেন ফ্যাশন জগতের তারকা, জনপ্রিয় ডিজাইনার, শিল্পী, জুয়েলারি ব্র্যান্ড এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলো।

ইভেন্টে ছিলো আকর্ষণীয় ফ্যাশন শো, কিডস ফ্যাশন শো এবং লাইভ মিউজিক শো—যা দর্শকদের উপহার দিয়েছে ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সাবরিনা সাবা ও রোমিও ব্রাদারস। পুরো আয়োজন পরিচালনা করেন শো ডিরেক্টর কাজী নাজমুল হাসান, চেয়ারম্যান, এমএন মাল্টিমিডিয়া।

ইভেন্টের ম্যাচমেকিং পার্টনার ছিলো মেরিজ বিডি সলিউশন। স্টল পার্টনার হিসেবে অংশগ্রহণ করে বিশ্বরঙ, রাতাস, আরশ লাইফ স্টাইল, স্পৃহা, প্রারাডা অল উড, জারা, লামহা কর্পোরেশন এবং ভেলরা—যাদের প্রদর্শনী নজর কাড়ে দর্শকদের।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর (এস এম সি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেজেন্সির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিস্টার মাহমুদ ও সাংবাদিক রাজু আলিম।

ব্রাইডাল উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা বুবলি, পাশাপাশি উপস্থিত ছিলেন বারিসা হক, বুশরা কবির ও ইসাইয়া তাসিন। তাদের উপস্থিতিতে ইভেন্টস্থল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

দুইদিনব্যাপী এই আয়োজনে ডিজাইনারদের নতুন কালেকশন, ট্রেন্ডি ব্রাইডাল লুক, এবং বিভিন্ন ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ফ্যাশন, বিয়ে এবং বিনোদনের সমন্বয়ে এই উৎসবটি হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ ব্রাইডাল অভিজ্ঞতা।

সফলভাবে আয়োজিত এই উৎসবের মাধ্যমে এম এন মাল্টিমিডিয়া আবারও বড় পরিসরের ইভেন্ট আয়োজনের দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাদারিত্বের দৃঢ় পরিচয় তুলে ধরেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement