স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ ও ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ক্লিনিকল লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর
Published : ১৫:১৫, ৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক (আরএমজি) গ্রুপ স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ এবং দেশের শীর্ষ ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ক্লিনিকল লিমিটেড এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কর্মীরা ক্লিনিকলের টেলিমেডিসিন ও হাসপাতালাইজেশন ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের চিফ পিপল অফিসার আরিফ শাহরিয়ার এবং ক্লিনিকলের পক্ষে চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমদ।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাহির আহমদ, সিনিয়র এইচআরএমএস ম্যানেজার মো. মঈনুল ইসলাম এবং চিফ অব মেডিকেল সার্ভিসেস ডা. ফকির শেখ মুনতাসির আহমেদ।
ক্লিনিকলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সাদ এম মিলকান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার শামিম আরা ফারাবি।
এই অংশীদারিত্ব কর্মীদের স্বাস্থ্যসেবায় আধুনিক ও ডিজিটাল সমাধান নিশ্চিত করবে।
বিডি/এএন



































