ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ইগনাইট স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিভা বিকাশমূলক আয়োজন ‘স্পার্ক অব ট্যালেন্ট ২০২৫’।
এই অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নানামুখী প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর ড. শাহরুখ আদনান খান, দারাজ বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফজলে মুনিম সৈকত এবং টেকোগনাইজ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের পরিচালক ও ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর ইশরাত জাহান এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক ও আউটরিচ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন আলী সরকার পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আব্দুর রাজ্জাক মিয়া, উত্তর ক্রিডেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুস সালাম, উত্তরা ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম, টঙ্গী ক্রিষ্টাল কলেজের প্রিন্সিপাল রিজন আহমেদ, ভাষা শহীদ কলেজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা ইনস্টিটিউট অব টেকনোলজির ভাইস প্রিন্সিপাল মো. রুস্তম আলী ফরাজি, ঢাকা ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল মো. মাসুদুর রহমান ও ভাইস প্রিন্সিপাল আব্বাস ইমরান। পাশাপাশি টঙ্গী সিটি কলেজ ও টঙ্গী ক্রিষ্টাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষকরাও অনুষ্ঠানে অংশ নেন।
এই আয়োজনের গিফট স্পন্সর হিসেবে ছিল দারাজ বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বিজ্ঞানের নতুন নতুন ধারণা নিয়ে তৈরি করা বিভিন্ন প্রকল্প উপস্থাপন ও প্রদর্শন করে। একই সঙ্গে ইগনাইট স্কুলের শিক্ষার্থীরা আটটিরও বেশি ক্যাটাগরিতে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়।
অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিরা বিজয়ী শিশুদের হাতে সার্টিফিকেট, মেডেল ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আয়োজকরা এই মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


































