কুড়িগ্রামে চাঞ্চল্য, সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার

কুড়িগ্রামে চাঞ্চল্য, সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৮, ১৬ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পাশে অবস্থিত একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মরদেহটি বিলের কচুরিপানার নিচে ছিল। পরে মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

উদ্ধারকৃত স্থানটি ‘লেকসিটি’ নামের একটি ভবনের লাগোয়া, যা স্থানীয় ব্যবসায়ী স্বপন প্রধানীর মালিকানাধীন। জানা যায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলের ধারে বসে সময় কাটাতেন। ওই বিলের ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে আমরা হত্যাকাণ্ডের আলামত পাচ্ছি। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।"

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, লেকসিটি ভবনের মালিক স্বপন প্রধানী অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement