ইসরাইলিদের দেশ ছাড়ার প্রবণতা তুঙ্গে

Published : ১৮:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫
গাজায় হামলার পর থেকে ইসরাইলিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। গত দুই বছরে প্রায় দেড় লাখ ইসরাইলি নাগরিক দেশ ত্যাগ করেছেন, যা একই সময়ে ইসরাইলে আগত নতুন অভিবাসীর সংখ্যার প্রায় দ্বিগুণ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, কেবল ২০২৪ সালেই দেশ ছেড়েছেন প্রায় ৮২ হাজার ইসরাইলি, অথচ নতুন করে এসেছেন মাত্র ৩১ হাজার অভিবাসী। আগের বছর ২০২৩ সালে দেশ ত্যাগ করেছিলেন প্রায় ৫৫ হাজার মানুষ, যেখানে নতুন করে প্রবেশ করেছিলেন ৪৬ হাজার।
বিশ্লেষকরা মনে করছেন, এই দেশত্যাগের পেছনে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজাকে ঘিরে শুরু হওয়া সংঘাত বড় ভূমিকা রেখেছে। সেই সময়ের পর রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়া, পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা বহু মানুষকে দেশ ছাড়তে বাধ্য করছে।
অন্যদিকে, জনসংখ্যার চিত্রও বলছে ভিন্ন গল্প। বর্তমানে ইসরাইলের মোট জনসংখ্যা ১ কোটিরও বেশি হলেও জনসংখ্যা বৃদ্ধির হার নেমে এসেছে ১ দশমিক ২ শতাংশে যা এর আগের বছরের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সিবিএসের তথ্যে আরও বলা হয়, দেশটির মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ হলো ১৯৪৮ সালে অধিকৃত অঞ্চলভুক্ত ফিলিস্তিনি, আর ৭৮ দশমিক ৬ শতাংশ ইহুদি বা অন্যান্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বর্তমানে ইসরাইলে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা আনুমানিক দুই লাখ ৬০ হাজার।
সব মিলিয়ে এই পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দিচ্ছে যে, গাজা যুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকট ইসরাইলিদের সামনে এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে তাদের অভিবাসন প্রবণতায়ও।
BD/AN