নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি, যুবক গ্রেফতার

Published : ১৬:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে ধরা পড়েছে মো. মিজানুর রহমান (২৪)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ও গোয়ালন্দ থানার যৌথ টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের বাসিন্দা এবং হারুনুর রশিদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দরবারে লুটপাটও হয়। ওই ঘটনায় এক ব্যক্তি জেনারেটর নিয়ে পালিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ শনাক্ত করে জেনারেটর চুরি করা ব্যক্তিকে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। শরীফ আল রাজীব আরও বলেন, “গ্রেফতার মিজানুর রহমানকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।”
স্থানীয়দের মতে, এই গ্রেফতার অভিযানের মাধ্যমে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও বাড়বে। কারণ, ভাইরাল হওয়া ভিডিওর প্রমাণ কাজে লাগিয়ে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
BD/AN