গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের শুরুতেই তিনি নির্বাচনের ঘোষণা দেন। তবে নানা বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
তবুও নির্বাচন থেকে পিছু হটেননি সাবেক এই ক্রিকেটার। সোমবার (২২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি মনোনয়ন কিনেছেন।
এইবার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ফারুক আহমেদ। ক্যাটাগরি–২ এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ করেছেন।
নতুন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা এবং ২৯ সেপ্টেম্বর যাচাই–বাছাই শেষে প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর, একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকাও প্রকাশিত হবে। আর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৬ অক্টোবর। সেদিন সন্ধ্যা ৬টায় ফলাফল প্রকাশ করা হবে, সাড়ে ৭টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় এই দুই পদের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইতোমধ্যেই বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি তামিম ইকবালও নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন। ফলে সভাপতি পদে বুলবুল ও তামিমের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।