‘মহাভারত’ই হয়তো আমির খানের ক্যারিয়ারের শেষ প্রজেক্ট!

‘মহাভারত’ই হয়তো আমির খানের ক্যারিয়ারের শেষ প্রজেক্ট! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের নিখুঁতপ্রিয় অভিনেতা আমির খান অবশেষে তাঁর বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রজেক্ট মহাভারত নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন। তিনি জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই শুরু হবে ছবির চিত্রনাট্য রচনার প্রস্তুতি, যা এই কালজয়ী মহাকাব্যকে বড় পর্দায় তুলে ধরার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রজেক্টটিকে তিনি ‘যজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন এবং এর আধ্যাত্মিক গভীরতা ও সৃজনশীল প্রভাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, মহাভারত কেবল একটি চলচ্চিত্র নয়, বরং জীবনের দীর্ঘ এক মিশন। প্রায় তিন দশক ধরে এ পরিকল্পনা চললেও আমির খান এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ যাত্রা মনে করেন।

মহাকাব্যিক এই চলচ্চিত্রটি দ্য লর্ড অফ দ্য রিংস-এর আদলে একাধিক খণ্ডে নির্মিত হবে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। এখনো আমির খান তাঁর নির্দিষ্ট ভূমিকা, চরিত্র, প্রযোজক বা পরিচালক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে তিনি স্পষ্ট করেছেন, কাস্টিং হবে চরিত্রের যথাযথ প্রামাণিকতা বিবেচনা করে, স্টার পাওয়ারের ভিত্তিতে নয়।

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, মহাভারত হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ প্রজেক্ট। ফলে এর গুরুত্ব ও ব্যাপ্তি আমির খানের শিল্পীজীবনকে আরও বৃহৎভাবে প্রতিফলিত করছে। ইতিমধ্যেই ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মহাকাব্যিক উদ্যোগের পরবর্তী আপডেটের জন্য।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement