অভিনয় শিল্পীদের চরিত্রের প্রয়োজনে নানা ধরনের রূপ, পোশাক ও দৃশ্যে হাজির হতে হয়, অনেক সময় সেটি বেশ অস্বস্তিকরও হতে পারে।
সম্প্রতি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে তাকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় অভিনয় করতে হয়েছিল বলে দাবি করেন তিনি।
স্বরা জানান, বীরে দি ওয়েডিং ছবির শুটিংয়ের সময় এই পরিস্থিতিতে পড়তে হয় তাকে। তার ভাষায়, ছবিটিতে লুক, আভিজাত্য, গ্ল্যামার ও পোশাকের ওপর ছিল প্রবল জোর, আর সেই সঙ্গে ছিল শরীরের আকৃতি ধরে রাখার অতিরিক্ত চাপ—যা মেনে চলা ছিল অত্যন্ত কঠিন। বিশেষ করে ‘তারিফা’ গানের দৃশ্যে তাকে এমন কিছু পোশাক পরতে হয়েছিল যা তাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলে।
তিনি বলেন, সেখানে তিনি প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। রিয়া কাপুরকে তিনি প্রশ্নও করেছিলেন—এ ধরনের পোশাক কেন প্রয়োজন? তাকে একটি সুইমস্যুটের সঙ্গে পায়ে নেটের স্টকিংস পরে ক্যামেরার সামনে যেতে হয়।
ভ্যানিটি ভ্যান থেকে স্টুডিও পর্যন্ত সেই অবস্থায় যেতে গিয়ে তিনি খুবই অস্বস্তি অনুভব করেন। পরে তার অনুরোধে তাকে একটি তোয়ালে দেওয়া হয়, যা জড়িয়ে কিছুটা স্বস্তি পান তিনি।
রিয়া কাপুরের পরিচালনায় নির্মিত বীরে দি ওয়েডিং–এ স্বরা ভাস্করের পাশাপাশি অভিনয় করেছিলেন সোনম কাপুর ও কারিনা কাপুরও।


































