সালাহউদ্দিনের বক্তব্য আংশিক কেটে প্রচারিত হয়েছে

সালাহউদ্দিনের বক্তব্য আংশিক কেটে প্রচারিত হয়েছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২২, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে তার দেওয়া বক্তব্য আংশিক কাটচিত্র আকারে প্রচার করা হয়েছে।

তিনি বলেন, “আমার বক্তব্যের কিছু অংশ কেটে প্রয়োগ করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে এ ধরনের প্রকাশ আমাদের জন্য স্বাগত—এভাবেই গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।”

সালাহউদ্দিন জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে এবং তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য তিনি নিজেও স্ট্যাটাস দিয়েছিলেন। এছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “কেউ যদি কোনো ধরনের অসন্তোষ দেখায়, সেটা অব্যাহতি দেওয়া যায় না। কিন্তু এখানে কোনো জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি উচ্ছৃঙ্খলতার জন্য দায়ী নয়।”

তিনি আরও বলেন, যেসব বিশৃঙ্খলা ঘটেছে, তার তদন্ত চলছে। দেখা গেছে, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র সেখানে প্রবেশ করেছে, যা তিনি ফ্যাসিস্ট বাহিনীর কাজ বলে মনে করেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, জুলাই যোদ্ধারা এসবের সঙ্গে জড়িত নয় এবং তাদের সম্মানহানি করা ঠিক নয়।

সালাহউদ্দিন আরও বলেন, তার বক্তব্যে কোনো বিকৃতি হয়নি, কেবল আংশিক অংশ প্রচারিত হয়েছে। তিনি পুনর্ব্যক্তি করেন যে, “কোনো জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংগঠন ওই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত নয়।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত—সব রাজনৈতিক দলই এ বিষয়ে ইতিবাচক। পিআর দাবিতে আন্দোলন করাও গণতান্ত্রিক চর্চার অংশ।

দেশের গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন। সালাহউদ্দিন মন্তব্য করেন, “এগুলো একই সূত্রে গাঁথা হতে পারে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো গোষ্ঠী এগুলো করতে পারে, তবে তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাবে না।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement