বিএনপি নির্বাচনী নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনবে

বিএনপি নির্বাচনী নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৪, ১৯ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনী প্রচারের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ যানবাহন কেনার পরিকল্পনা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই দলকে দুইটি বুলেটপ্রুফ গাড়ি ও দুইটি বুলেটপ্রুফ মিনি বাস ক্রয়ের অনুমোদন দিয়েছে। মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য এসব যানবাহন ব্যবহৃত হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুতেই একটি বুলেটপ্রুফ বাস ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে, জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তবে কোন দেশ থেকে ও কোন মডেলের গাড়ি আনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রের খবর, জাপান থেকে গাড়িগুলো আনার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, নির্বাচনী সময় খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলে জনসংযোগে অংশ নেবেন। এজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একদিকে জনসম্পৃক্ততা এবং অন্যদিকে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে এই যানবাহনগুলি কেনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি বিরল। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) সূত্রে জানা যায়, জাপান, কানাডা এবং জার্মানি বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে থাকে। একেকটি গাড়ির দাম প্রায় ২ লাখ ডলার এবং সর্বমোট খরচ শুল্কসহ প্রায় ২২ কোটি টাকা হতে পারে।

এছাড়াও, বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতির জন্য আবেদন করেছে, যা এখনও বিবেচনার অধীনে আছে।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। পুলিশি বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ দলের সম্ভাব্য হামলা ও রাজনৈতিক সন্ত্রাসের আশঙ্কা বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার নিশ্চিত করার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনী, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ), তার যেকোনো কর্মসূচিতে তার নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এই বাহিনীর সদস্যরা বিশেষ পোশাকে সজ্জিত থেকে নিরাপত্তা প্রদান করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement