পাঁচ বছর পর পাসপোর্ট হাতে পেলেন রিয়া চক্রবর্তী

Published : ১২:৫৭, ১৯ অক্টোবর ২০২৫
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়া।
দীর্ঘ সময় ধরে নানা অভিযোগ, মিডিয়া ট্রায়াল ও সামাজিক চাপের মুখে তাকে কঠিন সময় পার করতে হয়। পরবর্তীতে ড্রাগ মামলায় নাম জড়ালে ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে গ্রেপ্তার করে এবং তার পাসপোর্ট জব্দ করে নেয়।
অবশেষে পাঁচ বছর পর আবার নিজের পাসপোর্ট ফিরে পেয়েছেন রিয়া। শনিবার (১৯ অক্টোবর) ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্টে তিনি লেখেন, “গত পাঁচ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই, অনন্ত আশা... আজ আমি আবার আমার পাসপোর্ট হাতে পেয়েছি। প্রস্তুত আমার জীবনের দ্বিতীয় অধ্যায়ের জন্য! সত্যের জয় হবেই।”
তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। অসংখ্য নেটিজেন তাকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, “এই পাসপোর্ট কেবল কাগজ নয়, এটি তার জীবনের সংগ্রামের প্রতীক।” কেউ কেউ লেখেন, “পাঁচ বছরের অপেক্ষার পর এটি এক গর্বিত বিজয়।”
এক সাক্ষাৎকারে রিয়া সুশান্তের প্রসঙ্গে বলেন, “মানুষ বলেছিল, সে আমার জন্যই চলে গেছে। কিন্তু আমি জানতাম, আমি কিছুই করিনি। বিচার পরিষ্কার হলেও আমি আনন্দ পাইনি; খুশি হয়েছি শুধু আমার বাবা-মা এবং তাদের সুনামের জন্য।”
জেল জীবনের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন রিয়া চক্রবর্তী। তিনি বলেন, “কারাগারে গেলে মানুষ নিজেকে নতুনভাবে চিনে। সেখান থেকে বের হয়ে জীবনের ছোট ছোট বিষয়গুলোর মূল্য আরও গভীরভাবে বোঝা যায়। সেখানে গিয়ে আপনি বুঝবেন, কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করলে তা শুধু বিষণ্নতা বাড়ায়।”
চলতি সময়ে আবার কাজের জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী। জীবনের দীর্ঘ সংগ্রাম পেছনে ফেলে তিনি এখন নতুন করে শুরু করতে প্রস্তুত — একদম নতুন অধ্যায়ে।
বিডি/এএন