হিরো আলমের তালাক ইস্যুতে অবশেষে মুখ খুললেন রিয়া মনি

Published : ১২:১৮, ১৯ অক্টোবর ২০২৫
আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও নতুন বিতর্কে। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে নিজের স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য দর্শক ও ভক্ত। সবার সামনে দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে তালাক ঘোষণা করেন হিরো আলম—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে ঘটনার মাত্র ২০ ঘণ্টা না যেতেই প্রাক্তন স্ত্রী রিয়া মনিও মুখ খুলেছেন। রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি বলেন,
“শুরুর দিকে আপনি আমার কাছ থেকে যে ব্যবহার পেয়েছিলেন, সেটি ছিল আমার পারিবারিক শিক্ষার প্রতিফলন। এরপর যেটি পেয়েছেন, সেটি আপনার নিজের অর্জন। তাই অযথা কটু ভাষায় আক্রমণ করবেন না। এক হাতে তালি কখনো বাজে না।”
রিয়া আরও লেখেন,
“আমি কাউকে দোষারোপ করতে চাই না। কারণ এখন আমরা আলাদা। আপনার বিষয়ে কোনো মন্তব্য করার অধিকারও আমার নেই।”
তার পোস্টের সঙ্গে দুইটি ছবি যুক্ত করেছেন রিয়া মনি—যেখানে দেখা যায়, তিনি হিরো আলমের কাঁধে হাত রেখে আছেন।
রিয়ার পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ বলেন, “এটা শুধুই প্রচারের নাটক।” আবার কেউ মন্তব্য করেছেন, “কথা বলার অধিকার নেই, কিন্তু কাপল ছবি দেওয়ার অধিকার আছে?” অন্য এক মন্তব্যে লেখা হয়, “ভাইরাল হওয়ার নেশা থেকেই এসব কাণ্ড।”
অন্যদিকে, তালাক ঘোষণার পর সাংবাদিকদের কাছে হিরো আলম বলেন,
“রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল, সে পরকীয়ায় জড়িত ছিল। তাই আমি তাকে তালাক দিয়েছি। দুধ দিয়ে গোসল করেছি নিজেকে নতুনভাবে পবিত্র করার জন্য।”
পুরো ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কেউ হিরো আলমের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ একে “শো-বিজের কৌশলগত স্টান্ট” বলছেন।
বিডি/এএন