হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া

হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৬, ১৯ অক্টোবর ২০২৫

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সংসারে আসছে নতুন অতিথি। খুব শিগগিরই তাদের ঘর আলো করে জন্ম নিতে চলেছে প্রথম সন্তান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় পরিণীতিকে ইতিমধ্যেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যেকোনো মুহূর্তে সুখবর আসতে পারে। তবে এখন পর্যন্ত পরিণীতি বা রাঘব কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

এর আগে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে আসন্ন মাতৃত্বের খবর শেয়ার করেছিলেন এই তারকা দম্পতি। ইনস্টাগ্রামে তারা একটি কেকের ছবি দেন, যেখানে লেখা ছিল— “১ + ১ = ৩।” ক্যাপশনে পরিণীতি লিখেছিলেন, “আমাদের ছোট পৃথিবী আসছে। কতটা ধন্য বোধ করছি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল একেবারে বলিউড ধাঁচের, যেখানে উপস্থিত ছিলেন রাজনীতিক থেকে চলচ্চিত্রজগতের বহু তারকা। বিয়ের পর থেকে পরিণীতি অভিনয় থেকে বিরতি নিয়েছেন এবং পরিবারকেন্দ্রিক জীবন উপভোগ করছেন।

এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেও পরিণীতি ধনতেরস উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বাড়ির বাগানের একটি উজ্জ্বল ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় আলোকসজ্জায় মোড়া তাদের বাসভবন। নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি এই তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement