বিপিএলে রংপুর, খুলনা ও ঢাকা নিশ্চিত

বিপিএলে রংপুর, খুলনা ও ঢাকা নিশ্চিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৯, ২৮ অক্টোবর ২০২৫

চলতি বছরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসরটি সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই মুহূর্তে দল পেতে আবেদন করেছে মোট ১০টি প্রতিষ্ঠান।

আবেদন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল পর্যন্ত মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। জানা গেছে, ইতিমধ্যে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজির ভাগ্য চূড়ান্ত হয়েছে। এই দলগুলো হলো—রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আবেদন করেছে রিমার্ক হারল্যান। বিপিএলের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্সও থাকছে আগামী আসরেও এবং তাদের মালিকানা থাকবে বসুন্ধরা গ্রুপের কাছে। খুলনা টাইগার্সকেও এবারের আসরে দেখা যাবে, যেখানে মাইনট্রি আগের মতো আবেদন করেছে। তবে ফরচুন গ্রুপ এবার আবেদন তালিকায় নেই। বিপিএলের বরিশালের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হোলিডেইজ।

বিপিএলে ফ্র্যাঞ্চাইজির জন্য প্রথম বছরে নির্ধারিত ফি ২ কোটি টাকা। ২০২৭ সাল থেকে এটি প্রতি বছর ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে পাঁচ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট ১৩.৫ কোটি টাকা ফি জমা দিতে হবে। এছাড়া প্রতি আসরের আগে ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি রাখতে হবে।

বিসিবি ঘোষণা করেছে, আগামী আসর থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি। এটি নিশ্চিত করবে ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক স্বচ্ছতা এবং বিপিএলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement