আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০১, ৩১ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ শেষ হচ্ছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য সৃষ্টি করা এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যবস্থার সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করা।

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার।

প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। তবে কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় সরকারের নির্দেশে এটি দুই দফায় এক মাস করে বাড়ানো হয়। সর্বশেষ তৃতীয় দফায় ১৫ দিন বাড়িয়ে কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত ধার্য করা হয়েছে।

কমিশন দেশের নির্বাচনকে সামনে রেখে ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে – নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন – সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করেছে। এই সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

কমিশন তার কার্যক্রমের অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রস্তুত করে সরকারের কাছে জমা দিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement