খোকন-স্ত্রীর আয়কর নথি জব্দে আদালতের অনুমতি

খোকন-স্ত্রীর আয়কর নথি জব্দে আদালতের অনুমতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৭, ৩১ অক্টোবর ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথি জব্দ ও পর্যালোচনার অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এ সংক্রান্ত আদেশ দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আশরাফুল আলম খোকন সরকারি পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে এবং অন্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার নামে খোলা তিনটি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের তথ্যও তদন্তাধীন রয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত অনুমতি দিয়েছেন যে, ঢাকা কর অঞ্চল-৬ এর আওতাধীন ২০২৪–২০২৫ করবর্ষের আয়কর নথি, স্থায়ী অংশ, বিবিধ অংশ, অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে), নোটসিটসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও অফিস আদেশ পর্যালোচনা করা যাবে।

তিনি আরও জানান, এসব নথি যাচাই-বাছাই শেষে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করে মামলার প্রমাণ হিসেবে জব্দ করা হবে।

একই আদেশে আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথিও একইভাবে পর্যালোচনার অনুমোদন পেয়েছে দুদক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement