হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে তৃতীয় ম্যাচে জয় প্রয়োজন

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে তৃতীয় ম্যাচে জয় প্রয়োজন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৮, ৩১ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে সম্প্রতি ব্যাটিং পারফরম্যান্স সবসময়ই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বোলাররা নিরাশ না করলেও ব্যাটসম্যানরা প্রায় প্রতিটি ম্যাচে হতাশার সৃষ্টি করেন।

বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে গত এক বছরের মধ্যে কোনো ব্যাটারই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তবে এই সমস্যার মধ্যেও বাংলাদেশ শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে।

মিরপুরের সেই স্পিন-সক্ষম উইকেট চট্টগ্রামে নেই, তাই ব্যাটিং লাইনআপ যথারীতি ফেইল করেছে। ফরম্যাট পরিবর্তন হয়ে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার ধারা ভাঙা যাচ্ছে না। ইতোমধ্যেই বাংলাদেশ দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে। এখন দলের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আগের একাদশে ব্যর্থতার কারণে জাকের আলি অনিক ফিরতে নাও পারেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার স্থলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এছাড়া গত ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

জাকেরের বদলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে তাওহীদ হৃদয় বাদ পড়তে পারেন, সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন দলে সুযোগ পেতে পারেন।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ) : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সম্ভাব্য একাদশ (ওয়েস্ট ইন্ডিজ) : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

বাংলাদেশের জন্য এই ম্যাচ ব্যাটিং দুর্বলতার ধারাকে ভাঙার সুযোগ, একই সঙ্গে সিরিজে অন্তত একটি জয় নিশ্চিত করার সুযোগ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement