ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী মুসলেহ শাফীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকায়। পরিবারের তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।
চিকিৎসকরা জানান, শাফী গত দুই মাস ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে জন্ডিসে আক্রান্ত হওয়ার পর তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত লাইফ সাপোর্টেও রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশিকুর রহমান খান বলেন, “শাফী ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় পরিবার এক উজ্জ্বল ভবিষ্যৎ হারালো।”
ডেঙ্গুর প্রকোপে দেশে সম্প্রতি বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার মধ্যে তরুণ শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে।


































